বাংলাদেশে করোনার ওষুধের ফর্মুলা বিক্রিতে রয়্যালটি নেবে না ফাইজার

|

ছবি: সংগৃহীত

ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার ঔষধ ‘প্যাক্সলোভিড’ বাংলাদেশসহ ৯৫টি দেশে সরবরাহ করতে পারবে জেনেরিক ওষুধ প্রস্ততকারকরা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক জনস্বাস্থ্য গোষ্ঠী মেডিসিন্স প্যাটেন্ট পুলের (এমপিপি) সাথে লাইসেন্স ভাগাভাগির আওতায় এ ঘোষণা দেয় মার্কিন ওষুধ প্রতিষ্ঠানটি। চুক্তি অনুসারে ‘প্যাক্সলোভিড’ পিলটি প্রস্ততকারকদের কাছে বিক্রি করবে ফাইজার। তবে, নিম্ন-আয়ের দেশগুলোয় ফর্মুলা বিক্রিতে রয়্যালটি নেবে না ফাইজার। সেক্ষেত্রে বাংলাদেশে বেশ কম দামে ওষুধটি পাওয়া যাবে।

ফাইজার বলছে, ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগে প্রাপ্তবয়স্ক রোগীদের হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ পর্যন্ত কমানোর প্রমাণ মিলেছে। এর আগে, ‘মলনুপিরাভির’ পেয়েছিলো এমন লাইসেন্স। গত ৯ নভেম্বর করোনা ভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদফতর। প্রাথমিকভাবে বেক্সিমকো ও এসকেএফ, এই দুই প্রতিষ্ঠানকে ওষুধ উৎপাদনের অনুমোদন দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply