ভয়াবহ বন্যার কবলে কানাডা

|

ছবি: সংগৃহীত

কানাডার মতো উন্নত দেশে বন্যা-ভূমিধস খুবই বিরল দৃশ্য। কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগেই হিমশিম খাচ্ছেন ব্রিটিশ কলাম্বিয়ার নাগরিকরা। ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে দেশটি। দুর্গত রাজ্যটিতে এখনো আটকা ১৮ হাজারের বেশি মানুষ। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। এ পরিস্থিতিতে দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহের ওপরই গুরুত্ব দিচ্ছে রাজ্য প্রশাসন।

ঘরবাড়ি বিধ্বস্তের কারণে অনেকেই রাত কাটাচ্ছে খোলা আকাশের নীচে। জীবিকার জন্য নির্ভরশীল ফসলের মাঠও পানিতে থৈ-থৈ। ভেসে গেছে শেষ ভরসা গবাদি পশুগুলোও। তাদের সহযোগিতা আর উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দুর্গত এলাকায়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, দুর্যোগপূর্ণ এলাকাগুলোয় কাজ করছে কানাডার সেনাবাহিনী। তারা এরইমধ্যে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করেছে তিন শতাধিক মানুষকে। অ্যাবুটসফোর্ডে কাজ শুরু করবেন ১২০ সেনা সদস্য। আর অ্যাডমেন্টনে সাড়ে তিনশ সেনাকে মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে স্থানীয় নৃ-গোষ্ঠীগুলোর সহযোগিতা নিবো।

ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাইক ফ্রানসওর্থ বলেন, সামনে আরও বড় চ্যালেঞ্জ। এখনও হাজার হাজার মানুষ গৃহহীন, গবাদি পশুও ভেসে গেছে বন্যার পানিতে। তাদের খাবার, সুপেয় পানি, ওষুধ সরবরাহের ওপর জোর দিচ্ছি। একইসাথে, সড়ক ও সেতু সংযোগ দ্রুত সংস্কার করবে রাজ্য প্রশাসন। খুব শিগগিরই বন্ধ থাকা ভ্যানকুবার বন্দর চালুর ব্যাপারেও আমরা আশাবাদী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply