শরণার্থী ইস্যুতে তুমুল বিবাদে ফ্রান্স-ব্রিটেন

|

ছবি: সংগৃহীত

শরণার্থী ইস্যুতে তুমুল বিবাদে জড়িয়েছে ফ্রান্স-ব্রিটেন। অভিবাসন সংকটের জন্য একে অপরকে দায়ী করছে দেশ দুটি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অভিযোগ করেন, ফ্রান্সের ক্যালে দ্বীপ থেকে শরণার্থীরা ব্রিটেনে অনুপ্রবেশের চেষ্টা করছে। তাই এসব অভিবাসন প্রত্যাশীদেরকে ফেরত নিতে ফ্রান্সের প্রতি আহ্বান জানান তিনি।

এ ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বরাবর একটি চিঠিও পাঠান তিনি। চিঠিতে ইংলিশ চ্যানেলে যৌথ টহল এবং রাডার বসানোসহ ৫ দফা প্রস্তাব দেন বরিস জনসন। বলেন, চলমান সংকট সমাধানে লন্ডন-প্যারিস দ্রুত সমঝোতায় আসার কোনো বিকল্প নেই। এরপরই ওই আহ্বান প্রত্যাখ্যান করে ফ্রান্স। অভিবাসন সংকটের জন্য ব্রিটেনই দায়ী বলেও জানায় প্যারিস।

ম্যাকরন বলেন, যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। এসব অভিবাসনপ্রত্যাশীদের লক্ষ্য ব্রিটেনে প্রবেশ করা। তাই তারা প্রাণের ঝুঁকি নিচ্ছেন। তাই সংকট মোকাবিলায় লন্ডনকে কার্যকর ভূমিকা নিতে হবে।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, বর্তমান সংকটের জন্য কোনো পক্ষই এককভাবে দায়ী হতে পারে না। এই সংকট সমাধানে লন্ডন-ফ্রান্স যৌথ উদ্যোগ নেয়ার কোনো বিকল্প নেই। শরণার্থী ঢল ঠেকাতে একসাথেই কাজ করতে হবে আমাদের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply