ধর্মনিরপেক্ষ ভারত গড়তে চান মমতা

|

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২৪ সালের লোকসভা নির্বাচন ও ধর্মনিরপেক্ষ ভারত গড়ার লক্ষ্য নিয়ে নতুন করে দেশটির জাতীয় রাজনীতির মাঠে নামছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, এবার লক্ষ্য ধর্মনিরপেক্ষ ভারত গড়া। মমতার দাবি, দেশ শাসনে ব্যর্থ বিজেপি, দেশে ধর্মান্ধতার বীজ বপন করছে তারা।

মমতা মনে করেন, ভারতের ঐতিহাসিক রাজনোইতিক দল কংগ্রেস রাজনীতিতে ব্যর্থ, এমনকি বিজেপির বিরুদ্ধে লড়াইয়েও ব্যর্থ তারা। অসাম্প্রদায়িক ভারতের ধর্মনিরপেক্ষ শক্তি এটা বোঝে যে, জাতীয় স্তরে ধর্মনিরপেক্ষ শক্তির অভ্যুদয় ঘটাতে বিজেপি ও কংগ্রেসের একমাত্র বিকল্প এখন তৃণমূল কংগ্রেস।

গতকাল সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাসভবনে তৃণমূলের ওয়ার্কিং কমিটির এক বৈঠকে এসব কথা বলেন।

বৈঠকে মমতা বলেন, তৃণমূল এখন বড় হচ্ছে। দেশের মানুষ এখন তৃণমূলকে চাইছে। তাই এখন দেশব্যাপী তৃণমূল কংগ্রেসের বিস্তার ঘটাতে আমাদের উদ্যোগী হতে হবে। রাজ্যে রাজ্যে গঠন করতে হবে তৃণমূল কংগ্রেস।

ওয়ার্কিং কমিটির বৈঠকে তৃণমূলের কেন্দ্রীয় মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের শক্তি আরও বাড়াতে হবে। ভারতব্যাপী বিস্তার ঘটাতে হবে তৃণমূলের। আমরা এখন দেশব্যাপী গ্রোয়িং পার্টি। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে গোটা দেশকে পথ দেখাবে তৃণমূল। সে লক্ষ্যে তৃণমূলকে মাঠে নামতে হবে এখনই।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply