বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে এবার চীনের সাথে চুক্তি করলো বাংলাদেশ। এ চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যেই ঢাকার আমিনবাজারে উৎপাদনে আসবে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ।
বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে হোটেল সোনারগাওয়ে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন- সিএমইসি’র সাথে ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ বিভাগ আলাদা চারটি চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী ৩০ একর জমিতে সিটি করপোরেশনের কঠিন বর্জ্য থেকে দু’বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয়: প্রধানমন্ত্রী
এর আগে অর্থ জোগাড় করতে সময় লাগবে নয় মাস। প্রায় তিন হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ এর দাম পড়বে ১৮ টাকার বেশি। ২৫ বছর মেয়াদী এ প্রকল্পে দৈনিক ময়লা লাগবে তিন হাজার টন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার সচিব, বিদ্যুৎ সচিবসহ নীতিনির্ধারকরা সঠিক সময়ে প্রকল্প শেষ করার তাগিদ দেন।
বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
Leave a reply