টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের ৪০ ভাগ ধান নষ্ট হওয়ার উপক্রম

|

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে পাকা আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে জেলার মোট উৎপাদনের ৪০ ভাগ ধান পানিতে ডুবে পচন ধরেছে। হাজার হাজার একর পাকা ধানের ক্ষেত তলিয়ে গেছে।

এমনকি মাঠে মাঠে কেটে রাখা ধান অনেকে বাড়িতেও আনতে পারেননি বলে জানালেন চাষিরা। এছাড়া বিপুল ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় ঋণের টাকা শোধ করা নিয়ে দুচিন্তায় পড়েছেন তারা।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিডি ড. জাকির হোসেন জানান, জাওয়াদের আগেই ৬০ শতাংশ জমির ধান বাড়িতে তোলেন চাষীরা। এখন জমিতে পানি জমায় বিপুল পরিমাণ ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন : আখচাষে অনাগ্রহী কৃষক, রাজশাহী চিনিকল বন্ধের শঙ্কা

প্রসঙ্গত, লক্ষীপুর জেলার ৫টি উপজেলায় ৮১ হাজার হেক্টর জমিতে ধানের চাষ হয়েছিল।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply