ভারতের কেরালায় সম্প্রতি একসাথে ২৬ জনের শরীরে বার্ড ফ্লুয়ের ভাইরাস ‘এইচওয়ানএনওয়ান’পাওয়া গেছে। এ নিয়ে রাজ্যটিতে এরই মধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সাথে রাজ্যের প্রতিটি বাড়িতে শুক্রবার (১০ ডিসেম্বর) থেকেই গণহারে সব হাঁস ও মুরগি মেরে ফেলার নির্দেশ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রয়োজনে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানানো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
এর আগে, কেরালার আলাপুঝা জেলায় বহু হাঁস-মুরগি মারা যাচ্ছিল গত এক সপ্তাহ ধরে। সংক্রমিত হয়েছেন সন্দেহে জেলার ১৪০ জনের রক্তের নমুনা পরীক্ষার জন্য ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিওরিটি অ্যানিমাল ডিজিজ-এ পাঠিয়েছিল কেরালার পশুপালন দফতর। তাদের মধ্যে রক্ত পরীক্ষায় ২৬ জন পজেটিভ হয়েছেন হলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন: পূর্ণ সামরিক মর্যাদায় বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা নিবেদন
উল্লেখ্য, এই আলাপুঝা ও এর পাশের জেলার অধিবাসীদের প্রধান পেশা হচ্ছে হাঁস-মুরগি পালন। এই সময়টায় ওই অঞ্চলে বহু পরিযায়ী পাখি আসতে শুরু করে। আর সেই সাথে বহন করে আনে বার্ড ফ্লু ইনফ্লুয়েঞ্জার এই ভাইরাস। গত বছরও আলাপুঝায় বার্ড ফ্লু-র সংক্রমণ উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। ২০১৬-য় আলাপুঝা ও পাঠানামিট্টায় বার্ড ফ্লু-র সংক্রমণ হয়েছিল সবচেয়ে বেশি। ওই বছর সংক্রমণ রুখতে ৫০ হাজারেরও বেশি গৃহপালিত হাঁস-মুরগি মারা হয়েছিল। তবে আপাতত সংশ্লিষ্ট এলাকার সকলকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এসজেড/
Leave a reply