বাড়িতে প্রাণী পোষা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এ লক্ষ্যে ‘প্রাণীদের বিরুদ্ধে জনগণের অধিকার রক্ষা’ শীর্ষক একটি প্রস্তাবনা তুলে ধরা হয়েছে পার্লামেন্টে। সেখানে এক চতুর্থাংশ আইনপ্রণেতা এর পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে।
সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে জেরুজালেম পোস্ট বলছে, পার্লামেন্টে প্রথম সারির ৭৫ জন আইনপ্রণেতা এই প্রস্তাবনাকে শক্ত সমর্থন দিয়েছেন। তাদের মতে, বাড়িতে পশু-পাখি পালন একটি ‘ধ্বংসাত্মক সামাজিক সমস্যা’। তাই বন্য, হিংস্র, ক্ষতিকর এবং বিপজ্জনক প্রাণী আদমানি, পালন, প্রজনন, কেনাবেচা, পরিবহণ, যানবাহনে তোলা, হাঁটার সময় সঙ্গে রাখা কিংবা বাড়িতে রাখা নিষিদ্ধ করতে আইন করার প্রয়োজন বলে মত তাদের।
আরও পড়ুন: টেক্সাসে এক স্বরণসভায় এলোপাতাড়ি গুলি, নিহত ১
আইন প্রণেতারা বলছেন, এসব প্রাণী বাড়িতে পোষার ফলে ইরানের নাগরিকরা ইসলামিক মনোভাব থেকে দূরে যাচ্ছেন। তাই অতি দ্রুত বাড়িতে পশুপাখি পোষা বন্ধ করতে চান তারা।
নিষিদ্ধ এসব প্রাণীর তালিকায় আছে কুমির, কচ্ছপ, সাপ, টিকটিকি, বেড়াল, ইঁদুর, খরগোশ, কুকুর এবং বানরসহ ‘অপরিষ্কার’ সমস্ত প্রাণী। তবে খরগোশ, বেড়াল বা কুকুর কীভাবে বিপজ্জনক হতে পারে তা নিয়ে দেশটির বিতর্ক দেখা দিয়েছে।
এসজেড/
Leave a reply