ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

|

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ফ্লোরেস দ্বীপের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে হয় এ কম্পন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ফ্লোরেস দ্বীপের ‘নুসা তেনগারা’ প্রদেশে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- USGS জানায়, ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের পূর্বাভাস, উৎপত্তি স্থলের ১ হাজার কিলোমিটারের মধ্যে আছড়ে পড়তে পারে সুনামির ঢেউ।

এদিকে, মালুকু, নুসা তেনগারা প্রদেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ভূমিকম্পের পর আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। এখনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply