করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ওমিক্রনের স্পাইক প্রোটিনে ২৬ থেকে ৩২ বার রূপান্তর ঘটেছে। তাই এর থেকে অতিরিক্ত সুরক্ষা হিসেবে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে অনেক দেশ। তবে বুস্টার ডোজও ওমিক্রন থেকে রক্ষা করতে পারবে না বলে জানানো হয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ বুস্টার ডোজ প্রদানকারী অন্যান্য দেশগুলোকে। এসব দেশে করোনার তৃতীয় ডোজ দিয়েও ওমিক্রনের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না বলে মত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তাই এই ভ্যারিয়েন্ট থেকে বাঁচার একমাত্র কার্যকারী উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা।
তাই ভারতে বুস্টার ডোজ দেয়া হবে কি না এ নিয়ে কিছুটা দ্বিধান্বিত সরকার। দেশটিতে আদৌ বুস্টার ডোজের প্রয়োজন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারতীয় হাইকোর্টে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) জানিয়ে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এসজেড/
Leave a reply