ইরানে রাজবন্দি হায়দার গোরবানির মৃত্যুদণ্ড কার্যকর করায় সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। রোববার থেকে কুর্দি প্রদেশ কামায়ারানে আন্দোলনে নামে বহু মানুষ।
একইদিন ভোরে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় সানানদাজ কারাগারে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। ৪৮ বছরের গোরবানির বিরুদ্ধে রেভ্যুলশনারি গার্ডের তিন সদস্যকে হত্যার অভিযোগ ছিল। এছাড়া স্বায়ত্ত্বশাসনের দাবি তোলা কুর্দি সংগঠন পিকেডিআইয়ের সক্রিয় সদস্য ছিলেন বলেও অভিযোগ ছিল। তবে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন এই কুর্দি নেতা। তবু মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখেন ইরানের সুপ্রিম কোর্ট।
সাধারণ ক্ষমার মাধ্যমে গোরবানির সাজা মওকুফের আবেদন জানিয়েছিল জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কিন্তু তাতে কান দেয়নি ইরানের সরকার। বরং ২০২০ সালে ২৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দেশটিতে এমন তথ্য অ্যামনেস্টির।
এদিকে, গেলো এক দশকে মধ্যপ্রাচ্যে ‘ভুলবশত’ চালানো মার্কিন ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ১৩শর বেশি বেসামরিক মানুষ। রোববার পেন্টাগনের গোপন একটি নথি প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনটি পড়তে এখানে যান।
/এডব্লিউ
Leave a reply