দলিল বা নথিপত্রের সত্যতা যাচাইয়ের একটা পদ্ধতি হলো-নোটারি। যা করতে গিয়ে মানুষের হয়রানি আর ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। তা থেকে মুক্তি পেতে চট্টগ্রামের এক আইনজীবীর নতুন উদ্ভাবন চমকে দিয়েছে সবাইকে। এরই মধ্যে মিলেছে রাষ্ট্রীয় স্বীকৃতিও।
দীর্ঘদিনের এ চিত্র পাল্টাতেই ‘নোটারিবিডিডটকম’ নামে ডিজিটাল একটি প্লাটফর্ম তৈরি করেছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম চৌধুরী। চট্টগ্রামের এই সন্তান মূলত ইমিগ্রেশন ও আইসিটি বিশেষজ্ঞ। তার দাবি, পুরো প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনতে সক্ষম এই অনলাইন প্লাটফর্ম।
আরও পড়ুন: গৃহবধূর চুল-ভ্রু কেটে নেয়ার ঘটনায় স্বামী-শাশুড়িসহ গ্রেফতার ৩
এরই মধ্যে রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছে নোটারিবিডিডটকম। কারিগরী ক্যাটাগরিতে বেসরকারি পর্যায়ে সেরা উদ্ভাবক হিসেবে গত ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন সম্মাননা। তার এ অর্জনে খুশি স্বজনরাও। আগামী বছরের মার্চ থেকে জুনের মধ্যে এ প্লাটফর্মটি সবার জন্য উন্মুক্ত করার কথা রয়েছে।
এর মাধ্যমে সেবা প্রত্যাশীদের সুবিধার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আরেক ধাপ এগিয়ে যাবে বলে দাবি এই আইনজীবীর।
এসজেড/
Leave a reply