এবার কি বদলাবে নারায়ণগঞ্জের খেলার মাঠগুলোর চেহারা?

|

একসময় নারায়ণগঞ্জ থেকে উঠে এসেছে বহু তারকা খেলোয়াড়। ফুটবল ও ক্রিকেটে জাতীয় দলের হয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। কিন্তু আধুনিক মাঠ সংকটে জেলাটি থেকে এখন আর ভালো খেলোয়াড় উঠে আসছে না। অযত্ন আর অবহেলায় অস্তিত্ব সংকটে নারায়ণগঞ্জের বেশিরভাগ খেলার মাঠ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জেলার মাঠগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তরুণরা। আর তাই রাত হলেই সেগুলো চলে যায় নেশাগ্রস্তদের দখলে। সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানালেন জয়ী হলে এসব মাঠ সংস্কার ও আধুনিকায়নে গুরুত্ব দেয়া হবে।

স্বাধীনতার আগে থেকেই স্থানীয়রা নগরখানপুরের বরফকল মাঠে খেলাধুলা করতেন। সেই মাঠ এখনও আছে তবে জৌলুস হারিয়েছে অনেকটা। জায়গা কমার পাশাপাশি স্বাধীনতার ৫০ বছরে মাঠের উন্নয়নে নেয়া হয়নি তেমন কোনো উদ্যোগ। রাত নামলেই মাঠ পুরোটাই চলে যায় নেশাগ্রস্তদের দখলে।

সিদ্ধিরগঞ্জে চৌধুরীপাড়ার চিত্তরঞ্জন মাঠ। কয়েক প্রজন্মের ক্রীড়া অনুরাগীদের পদচারণায় মুখর মাঠটি এখন অনেকটাই বেহাল। মাঠের চারপাশে গ্যালারি নির্মাণ ও গোলপোস্ট স্থাপনের দাবি স্থানীয়দের। সেইসাথে আলোর ব্যবস্থা করা গেলে রাতে কর্মজীবীরা খেলতে পারবেন বলে মনে করেন তারা।

নারায়ণগঞ্জ সিটির অভিভাবক হিসেবে গেল দশ বছর দায়িত্ব পালন করছেন ডাক্তার সেলিনা হায়াৎ আইভি। জানালেন পুনরায় নির্বাচিত হলে খেলার মাঠ ও বিনোদন কেন্দ্রের অসমাপ্ত কাজ শেষ করা হবে। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারও জানালেন তার পরিকল্পনার কথা।

আগামী ১৬ জানুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply