ব্যাংকিং খাতের অদক্ষতায় বছরে ১০ হাজার কোটি টাকা লোকসান

|

ব্যাংকিং খাতের অদক্ষতায় বছরে মোট জিডিপি’র এক শতাংশ ক্ষতি হচ্ছে। টাকার অংকে যা প্রায় ১০ হাজার কোটি টাকা। গবেষণা সংস্থা সানেমের গবেষণায় উঠে এসেছে এমন চিত্র। বলা হয়, অযোগ্য ব্যক্তিদের হাতে ব্যাংকের দায়িত্ব চলে গেছে। যাদের অনেকেই আগে থেকে ঋণখেলাপি।

বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ত্রৈমাসিক অর্থনৈতিক পর্যালোচনা তুলে ধরে সংস্থাটি বলছে, এ খাতের বড় সংকট হচ্ছে অত্যধিক অনাদায়ী ঋণ। ব্যাংকিং খাতে একের পর এক কেলেঙ্কারির ঘটনা আস্থার সংকট তৈরি করছে। দুর্বল তদারকি ব্যবস্থা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় অনিয়ম হলেও দোষীদের শাস্তি হচ্ছে না।

সানেম বলছে, বেসরকারিখাতে ঋণ বাড়লেও, সেই তুলনায় বাড়েনি বিনিয়োগ। এর অর্থ হচ্ছে সঠিক ব্যক্তির কাছে ঋণ যায়নি। সিআরআর কমানোর সিদ্ধান্ত অগ্রহণযাগ্য বলেও মত দেয় সানেম।

ব্যাংকিংখাতে বড় ধরনের সংস্কার দাবি করেন সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। তিনি বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণে সুশাসন নিশ্চিতে জোর দিতে হবে।

এছাড়া, চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সানেমের।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply