অস্ত্র হামলার পর এবার সাইবার হামলার শিকার ইউক্রেন

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ঘোষণার পর দেশটির বিভিন্ন সরকারি ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সরকারের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো সাইবার হামলার শিকার হয়েছে।

বৃহস্পতিবার ভোরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেয়ার পর ইউক্রেনের প্রতিরক্ষা, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো ডাউন হয়ে যায়।

ইউক্রেনের সংশ্লিষ্ট সংস্থাগুলো আগে থেকেই সাইবার হামলা মোকাবিলা করে আসছিল। ভোরে ইউক্রেনের একাধিক মন্ত্রণালয়ের ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়। সাইবার নিরাপত্তা গবেষকরা জানিয়েছেন, ইউক্রেনের শত শত কম্পিউটারে তথ্য মুছে দেয়ার টুল ডেটা-ওয়াইপিং টুল পাওয়া গেছে। সেগুলো সফলভাবে এসব কম্পিউটার থেকে সব তথ্য মুছে ফেলেছে বলে আশঙ্কা করছে সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা ইসেট।

রাশিয়া ইউক্রেনে সামরিক পদক্ষেপের পাশাপাশি সাইবার হামলা চালাতে পারে বলে মার্কিন কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে সাইবার হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব সাইবার অপারেশনের মাধ্যমে পাল্টা জবাব দিতে পারে।

এর আগে বুধবার বিকেলেও ইউক্রেনের একাধিক সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে অফলাইন হয়ে গেছিল। এগুলোর মধ্যে ইউক্রেনের সংসদ, নিরাপত্তা সেবা ও বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ছিল। বুধবার ও আজকের সাইবার হামলার ঘটনার জন্য কে বা কারা দায়ী, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply