শক্তিশালী রুশ সেনাবাহিনীর সামনেও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। তবে আতঙ্ক তৈরি হয় তখনই, যখন ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে প্রায় ৪০ মাইল দীর্ঘ একটি সাঁজোয়া রুশ সেনাবহরকে ধেয়ে আসতে দেখা যায়। একটি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে তোলা সেই ছবি ছড়িয়ে পড়ে মুহূর্তেই। তবে এবার দেখা গেল, দীর্ঘ সেই সেনাবহর কার্যত থমকে আছে কিয়েভ থেকে ১৫ মাইল দূরেই। দৃশ্যত কোনো অগ্রগতিই নেই বিশাল এই বহরটির। খবর ইউএস টুডের।
একজন শীর্ষ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজে বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই বহরটি প্রায় স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। এ নিয়ে বুধবার (২ মার্চ) ওই প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, রুশ সেনাদের বহরটি যে স্থায়ীভাবেই থেমে গেছে সেটা ভাবার কোনো কারণ নেই। স্যাটেলাইট চিত্রে বহরটির সম্পূর্ণ স্পষ্ট ভিশন আমরা পাচ্ছি না। তবে এতটুকু বলা যায়, যে গতিতে সাঁজোয়া বহরটি এগোচ্ছিলো, গত কয়েকদিনে তারা প্রায়ই থমকে আছে।
আরও পড়ুন: ইউক্রেনে ধরা পড়েও মিললো চা-খাবার ও আপ্যায়ন, কান্নায় ভাসলেন রুশ সেনা (ভিডিও)
এর কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন, এর বিভিন্ন কারণ হতে পারে। তবে রাশিয়া তার মোট সামরিক শক্তির ৮২ শতাংশই ব্যবহার করছে ইউক্রেনের ওপর। এরই মধ্যে রুশ সেনাদের খাবার ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। টানা যুদ্ধে তারা অনেকটা ক্লান্তও বটে। তবে ওই বহরটির থমকে যাওয়ার আরও একটি কারণ হতে পারে, তারা নিজেদের অগ্রগতি সম্পর্কে মূল্যায়নের জন্য সময় নিচ্ছে।
এদিকে, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের বিভিন্ন এলাকার কর্মকর্তারা দাবি করছেন, রুশ সেনাদের খাবার মেয়াদোত্তীর্ণ হয়েছে। সুপারমার্কেটে লুট চালাচ্ছেন তারা। সেই সাথে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রুশ সাঁজোয়া যানের ৪০ মাইল দীর্ঘ এই বহর কিয়েভ যাওয়ার পথে কোনোভাবে আটকে গেছে।
এসজেড/
Leave a reply