রুশ আগ্রাসনে দেশ ছেড়ে যাওয়া ইউক্রেনীয়দের জন্য ভিসা ও অভিবাসন নীতি শিথিল করছে অনেক দেশ। সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে দিচ্ছে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও মলডোভা। প্রাণ বাঁচাতে দেশগুলোতে আশ্রয় নিচ্ছে লাখো ইউক্রেনীয়। দেশটির এমন মানবিক বিপর্যয়ে প্রতিবেশী দেশগুলোর বাইরেও পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ।
রুশ সামরিক অভিযান শুরুর পর সবচেয়ে বেশি ইউক্রেনীয়কে আশ্রয় দিয়েছে পোল্যান্ড। এতদিন ভিসামুক্ত ভ্রমণের সুযোগ থাকলেও সংঘাত শুরুর পর পাসপোর্ট ছাড়াই দেশটিতে প্রবেশের অনুমতি মিলেছে। পোল্যান্ডের একজন স্বেচ্ছাসেবী বললেন, প্রচণ্ড কান্তি আর শঙ্কা নিয়ে সীমান্ত পাড়ি দিচ্ছেন তারা। জানেন না কোথায় যাবেন, কী খাবেন। তাই খাবার ও থাকার জায়গার ব্যবস্থা করছি আমরা।
দুয়ার খুলে দিয়েছে প্রতিবেশী রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও মলডোভা। এতোদিন অভিবাসন নীতি কঠোর থাকলেও যুদ্ধবিধ্বস্ত দেশটির শরণার্থীদের আশ্রয় দিতে দ্বিধা করছে না তারা। আর আশ্রিতরাও কৃতজ্ঞ প্রতিবেশীদের এমন আতিথেয়তায়। ইউক্রেন থেকে রোমানিয়ায় পাড়ি জমানো এক নারী বললেন , যখনই কেউ শুনছেন আমি ইউক্রেন থেকে এসেছি, তাদের চেহারা হঠাৎ বদলে যায়। মুখ দেখেই বোঝা যায় তারা আমাদের জন্য কতটা ব্যথিত। তাদের এই সহানুভূতি কখনও ভোলার নয়।
কেবল প্রতিবেশীরা নয় ইউক্রেনীয়দের আশ্রয় দিতে এগিয়ে এসেছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, ব্রাজিল, জাপান। ঘোষণা দিয়েছে তাদের ভিসামুক্ত প্রবেশের।
ইউরোপীয় ইউনিয়ন বলছে, চলমান সংঘাতে দেশটিতে বাস্তুচ্যুত হবার আশংকায় দেশটির অন্তত ৭০ লাখ বাসিন্দা।
/এডব্লিউ
Leave a reply