সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে কমছে বই পড়া

|

বইমেলা শেষ হতে বাকি এক সপ্তাহ। মেলাজুড়ে বই বিকিকিনির চিত্র এখন একটু বেশিই চোখে পড়ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা বই কিনছেন। এমন দৃশ্য নিঃসন্দেহে আশার আলোর খোরাক যোগায়। কিন্তু কতোজনই বা নিয়মিত বই পড়েন?

মেলায় আসা এক কলেজ শিক্ষার্থী বলেন, যেদিন কলেজ বন্ধ থাকে, সেদিন অতিরিক্ত সময় পাওয়া যায়, তখন বই পড়া হয়। আরেক কলেজ শিক্ষার্থী জানান, আগে পড়া হলেও এখন অতটা পড়ার সুযোগ পান না।

এসব শিক্ষার্থীদের বড় অংশ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিয়মিত হলেও বই পড়াটা ঠিক নিয়মিত নয় অনেকেরই। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রভাবে তরুণরা বই পড়া থেকে কিছুটা হলেও সরিয়ে যাচ্ছে।

মেলা প্রাঙ্গনে এক কলেজ শিক্ষার্থী বলেন, ফেসবুক আমরা যেভাবে ব্যবহার করি, সেটা ঠিক না। আসলে এটা একটা নেশার মতো হয়ে গেছে।

লেখক ও অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, বই পড়ার মতো শিক্ষণ প্রক্রিয়া পৃথিবীতে আর একটিও নেই। ফেসবুকে একটা লাইন লিখলো, দেখলো; এটা দিয়ে কিন্তু পড়া হলো না। পড়া হচ্ছে একটি কমিটমেন্ট। অনেকক্ষণ সময় দিয়ে বই পড়তে হবে।

তবে প্রকাশকেরা আশার বয়ান শোনান, এখনও মেলা থেকে বই ক্রেতাদের বড় অংশ তরুণ প্রজন্মই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply