টানা ১৬তম দিনের মতো চলছে রুশ-ইউক্রেন সংঘাত। এই সংঘাতে রাশিয়া ই-জীবাণু এবং রাসায়নিক হামলা চালাতে চাইছে। সে কারণে দেশটি প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, পুতিন প্রশাসন বারবারই অভিযোগ তুলছে ইউক্রেন জীবাণু অস্ত্র তৈরি করছে এবং রাসায়নিক হামলা চালাতে চাচ্ছে। তাতে আমরা বেশ উদ্বিগ্ন। কারণ, এটা রাশিয়ার বহু পুরানো রণকৌশল। তারা যখনই অন্য দেশে রাসায়নিক হামলা বা নতুন কোনো অস্ত্রের ব্যবহার করতে চায়; তার আগে সেদেশের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ায়। এর ফলে, হামলাটি হলেও রুশ সরকারের ঘাড়ে দায়ভার থাকে না। ইতিহাস এর সাক্ষী।
আরও পড়ুন: ইউক্রেনের শরণার্থী নিয়ে করা প্রশ্নে অট্টহাসি দিয়ে বিপাকে কমলা হ্যারিস (ভিডিও)
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীকে আগ্রাসনের অনুমতি দেন পুতিন। কিয়েভের বর্তমান নেতাদের নব্য নাৎসি আখ্যা দিয়ে তাদের হঠাতে এই অভিযান শুরু করেন পুতিন। এবং অভিযানের নাম দেন ‘বিশেষ সামরিক অভিযান।’ এরপর থেকে প্রায় ২০ লক্ষ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন। তাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে। সংঘাতে ইউক্রেনের বেসামরিক বহু বেসামরিক নাগরিকসহ হতাহত হয়েছেন দুই পক্ষের সামরিক সদস্যরা। কয়েক দফা শান্তি বৈঠক অনুষ্ঠিত হলেও আসেনি তেমন কোনো সমাধান। অপরদিকে রাশিয়ার আগ্রাসনের কারণে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্বের দেশগুলো। সূত্র: সিএনএন।
জেডআই/
Leave a reply