প্রত্যন্ত কোনো গ্রামেও এখন আর পালকির দেখা মেলা ভার। অথচ একসময় এটি ছিল আবহনমান বাঙলার প্রতীক। হারিয়ে যাওয়া এই ঐতিহ্যের ছোঁয়া লেগেছিলো আজ শনিবার রাজধানীর এক উৎসবে। এলিট ফোর্স র্যাব আয়োজন করেছে বৈশাখী উৎসবের। সেখানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
হঠাৎ ‘হু-হুমনা হু-হুমনা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর এলাকায় র্যাবের সদর দফতর। শব্দ শুনে দর্শনার্থীরা চোখ ফেরালে দেখে পালকিতে চড়ে অনুষ্ঠানস্থলে ঢুকছেন স্বরাষ্ট্রমন্ত্রী! তাকে বহন করা গাঢ় নীল পোশাক পরা বেহারাদের চোখে-মুখে আনন্দ। কয়েকজন র্যাব সদস্যই বেহারা সেজেছেন। মন্ত্রী দুপুর ১টার দিকে সেখানে যান। এরপর র্যাব ডিজি বেনজীর আহমেদকেও মঞ্চে নেওয়া হয়
অবশ্য শুধু পালকি নয়, ঐতিহ্যের আরও বাহারি আয়োজন ফুটে ওঠেছে উৎসবে। মুড়ি-মুড়কি, সন্দেশ, নাড়ু, পুতুল নাচ, বানর নাচসহ গ্রামীণ নানা খাবারের পসরাও বসেছিলো।
স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল( অব) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বিশিষ্ট ব্যাক্তিরা যোগ দেন উৎসবে। র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ অতিথিদের স্বাগত জানান।
Leave a reply