তীব্র অর্থনৈতিক সংকট নিয়ে দেশজুড়ে চলমান বিক্ষোভ সামাল দিতে শ্রীলঙ্কায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। শুক্রবার (১ এপ্রিল) রাতে সরকারি গেজেটে এই সিদ্ধান্ত জানান দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসে।
বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, জননিরাপত্তা, শৃঙ্খলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং জরুরি সেবা ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর পাশাপাশি সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে গ্রেফতারের বিধানও রাখা হয়েছে।
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে শ্রীলঙ্কায়। একে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরেই দেশটিতে চলছে বিক্ষোভ সহিংসতা। হামলা হয় প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করেও। বৃহস্পতিবার জারি করা হয় কারফিউ।
গেল কয়েক মাস ধরে রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কায় ব্যাহত হচ্ছে পণ্য আমদানি। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়েছে প্রায় ১৯ শতাংশ। দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় দৈনিক ১৩ ঘণ্টারও বেশি লোডশেডিং হচ্ছে।
/এডব্লিউ
Leave a reply