অনাস্থা ভোট বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার ঘোষণা ইমরান বিরোধীদের

|

অনাস্থা ভোট বাতিলকে সংবিধান লঙ্ঘন আখ্যা দিয়ে পাকিস্তানে বিক্ষোভ করছে বিরোধীরা। তাদের অভিযোগ, নিজের ক্ষমতা ধরে রাখতে গিয়ে দেশকে সাংবিধানিক সংকটের মুখে ঠেলে দিয়েছেন ইমরান খান। ভোট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যাওয়ার ঘোষণাও দিয়েছে বিরোধী দলগুলো। খবর হিন্দুস্থান টাইমসের।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য সুতোয় ঝুলছিল। অনাস্থা ভোটে হেরে যাচ্ছেন, এমনটাই আভাস ছিল। কিন্তু ভোটের আগে আবারও দৃশ্যপটে পাকিস্তানের রাজনীতির নাটকীয়তা। রোববার (৩ এপ্রিল) অধিবেশনের শুরুতেই অনাস্থা প্রস্তাব বাতিল করে সবাইকে চমকে দেন ডেপুটি স্পিকার।

অনস্থা প্রস্তাবের বিষয়ে পাকিস্তানের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি বলেন, কোনো বিদেশি রাষ্ট্র ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তান সরকারের পতন ঘটানোর এখতিয়ার রাখে না। প্রধানমন্ত্রী যে অভিযোগ তুলেছেন, তা পুরোপুরি বৈধ। তাই, সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদ অনুসারে অনাস্থা প্রস্তাব খারিজ করলাম।

অনাস্থা ভোটের হাত থেকে রক্ষা পাওয়ার পরপরই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান। আগাম নির্বাচনের সিদ্ধান্ত জানিয়ে ভোটের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান দেশবাসীর প্রতি। তার আহ্বানের প্রেক্ষিতে পার্লামেন্ট ভেঙে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফুর রেহমান আলভি।

ভাষণে ইমরান খান বলেন, ডেপুটি স্পিকার আজ পার্লামেন্টে সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেছেন। গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা জনতার দরজায় যাবো। দেশের জনগণই ঠিক করবেন, তারা কাকে ক্ষমতায় দেখতে চান।

এদিকে নিশ্চিত হারের আগমুহূর্তে অনাস্থা ভোট ঠেকানোকে বিজয় হিসেবে উদযাপন করছেন ইমরানের সমর্থকরা। দেখছেন, প্রধানমন্ত্রীর গুগলি হিসেবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply