পেঁয়াজ উৎপাদনে দেশে তৃতীয় রাজবাড়ী, তবু যে কারণে শঙ্কায় চাষিরা

|

পেঁয়াজ উৎপাদনে দেশে তৃতীয় অবস্থান রাজবাড়ীর। মোট উৎপাদনের ১৪ শতাংশ পেঁয়াজই আসে এ জেলা থেকে। বীজ উৎপাদনেও ফরিদপুর এগিয়ে রয়েছে। রাজবাড়ী জেলায় কালো সোনা বলে খ্যাতি আছে পেঁয়াজ বীজের। তবে এবার আবাদ বাড়লেও অতিবৃষ্টির কারণে বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন চাষিরা।

কৃষক বলছে, এবার বীজ, সার, কীটনাশক, সেচ ও মজুরের খরচ বেড়েছে। বীজ চাষে প্রতি বিঘায় খরচ হচ্ছে ৮০ থকে ৯০ হজার টাকা।

তবু চলতি বছর জেলায় ২শ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদের লক্ষমাত্রার ১৯৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে বলে জানালেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিডি এসএম শহীদ নূর। প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতি হেক্টর জমিতে ৫শ কেজির বেশি ফলন হওয়ার আশা করছেন তিনি।

এবার জেলায় বীজের আবাদ বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতি হেক্টর জমিতে প্রায় ৫শ কেজি ফলন হবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply