জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বাদ দেওয়ার জন্য উত্থাপিত প্রস্তাবে ভোটদানে বিরত থাকায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে ফোন করেছেন জো বাইডেন। শনিবার (৯ এপ্রিল) আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ করে।
বাইডেন ও রামাফোসার সেই ফোনকল নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। বিবৃতি অনুসারে, ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য
দেশটির বিরুদ্ধে একটি সুস্পষ্ট ও সম্মিলিত আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বাইডেন। এছাড়া আগ্রাসনের দ্বারা সৃষ্ট বৈশ্বিক চ্যালেঞ্জের উপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ফোনকল নিয়ে অবশ্য বিবৃতি প্রকাশ করেছেন রামাফোসাও। জানিয়েছেন, বাইডেনের সাথে তার গঠনমূলক কথা হয়েছে। টুইটবার্তায় তিনি লিখেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি ও সংলাপের প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত হয়েছি আমরা।
উল্লেখ্য, মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার ওই প্রস্তাবে বাংলাদেশ, ভারতসহ ৫৮টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। দক্ষিণ আফ্রিকাও এই ৫৮টি দেশের অন্তর্ভুক্ত। সেই ভোটাভুটিতে ৯৩টি দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে রায় দেয় ২৪ দেশ। প্রস্তাবে বলা হয়েছিল, পরিকল্পিতভাবে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর আগ্রাসন চালাচ্ছে রুশ বাহিনী। তারই অংশ হিসেবে চালানো হচ্ছে হত্যা এবং ধ্বংসযজ্ঞ।
জেডআই/
Leave a reply