৫০ মিলিমিটার বৃষ্টিতেই ভাসলো রাজধানী

|

আজ রোববার সকালে রাজধানীতে ঝড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। বিভিন্ন জায়গায় বজ্রপাতেরও খবর পাওয়া গেছে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

সকাল সাড়ে আটটা নাগাদ ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। চলে প্রায় আধঘন্টা। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৬৩ কিলোমিটার।

আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত বিরতি দিয়ে ঝড়ো হাওয়া আর বজ্রপাতসহ বৃষ্টি অব্যাহত থাকবে। সারাদিনই আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাসও দেয়া হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কমবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল থেকে বৃষ্টি আর সরকারি ছুটির দিন হওয়ায় ঢাকায় আজ মানুষের চলাচল বেশ কম। তবে অল্প বৃষ্টিতেই বিভিন্ন স্থানে রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দেয়ায় পথচারীদেরকে দুর্ভোগে পড়তে হয়েছে। নিচে জলাবদ্ধতার কিছু ছবি দেয়া হলো–


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply