যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভার্চুয়াল বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারের (১১ এপ্রিল) এই বৈঠকে রাশিয়ার প্রতি কঠোর হতে দিল্লির উপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন, এমন ইঙ্গিতের ব্যাপারে বলেছে সিএনএন।
ইউক্রেনে রুশ হামলার ব্যাপারে ভারতের নিরপেক্ষ অবস্থানের ব্যাপারে উদ্বিগ্নতা জানিয়ে আসছে ওয়াশিংটন। সেই সাথে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রশংসাও কুড়িয়েছে দিল্লি। ল্যাভরভ এ মাসেই বলেছিলেন, ভারত পুরো পরিস্থিতিই দেখতে পাচ্ছে, অন্যদের মতো কেবল একচোখা মন্তব্য করছে না।
ইউক্রেনে রুশ সেনাদের দ্বারা মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধ ঘটেছে, এই মর্মে মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিতের ব্যাপারে জাতিসংঘের সাধারণ পরিষদে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোট প্রদানে বিরত ছিল ভারত। এরপর রোববার (১০ এপ্রিল) হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে কথা বলবেন জো বাইডেন। নিত্যপণ্যের বাজার এবং বৈশ্বিক খাদ্য সরবরাহে এই যুদ্ধের নেতিবাচক প্রভাব প্রশমনের লক্ষ্যে আলোচনা হবে এই বৈঠকে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সাথে বিশ্ব অর্থনীতি, নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ভার্চুয়াল বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভিডিও কনফারেন্সে এই বৈঠক হওয়ার কথা। এক বিবৃতিতে এই তথ্য জানান হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি। তিনি বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে ক্ষতিগ্রস্ত গোটা বিশ্ব অর্থনীতি। বাধাগ্রস্ত হচ্ছে খাদ্য সরবরাহ। এদিন, দুই নেতার মধ্যে, নিরাপত্তা, অবকাঠামোমূলক উন্নয়ন, করোনা মোকাবেলা, জলবায়ু পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে।
আরও পড়ুন: কেউই পাননি ৫০ শতাংশ ভোট, ফ্রান্সে নির্বাচন গড়ালো দ্বিতীয় দফায়
এম ই/
Leave a reply