ঠেকানো যাচ্ছে না পুঁজিবাজারের ধস, সরকারি উদ্যোগ শুধু খাতা-কলমে

|

সরকার এবং নিয়ন্ত্রক সংস্থার নানামুখী উদ্যোগের পরও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না পুঁজিবাজারের পতন। বেশিরভাগ শেয়ারের দাম তলানিতে, লেনদেন নেমেছে অর্ধেকের নিচে। টানা পতনে পুঁজি হারিয়ে পথে বসার অবস্থায় অনেক বিনিয়োগকারী। সবচেয়ে বেশি ঝুঁকিতে মার্জিন ঋণ গ্রহীতারা। বিনিয়োগকারীরা বলছেন, সরকারি কোনো উদ্যোগেরই বাস্তবায়ন নেই। পতন ঠেকাতে তারল্য প্রবাহ বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের।

পতন ঠেকাতে মার্জিন ঋণের রেশিও বৃদ্ধি, দাম কমার সীমা ২ শতাংশ নির্ধারণ, প্রি-ওপেনিং সেশন বন্ধসহ নেয়া হয়েছে বেশ কয়েকটি উদ্যোগ। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার এসব উদ্যোগ কোনো কাজে আসেনি। বিনিয়োগকারীরা বলছেন, পতন ঠেকাতে সরকারের নেয়া বেশিরভাগ উদ্যোগেরই সঠিক বাস্তবায়ন নেই। এর মাধ্যমে প্রতারিত হচ্ছেন তারা।

অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে আইসিবির অর্থায়নকে ব্যাংকের বিনিয়োগসীমার বাইরে রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু এ বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি করেনি বাংলাদেশ ব্যাংক। ফলে এ বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।

এ নিয়ে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান বলেন, একটানা পতনের ফলে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা উঠে যাচ্ছে। একটানা এমন পতন আমাদের জন্য সত্যিই দুঃখজনক পরিস্থিতি সৃষ্টি করছে। তবে সরকারি সিদ্ধান্ত যখন হয়েছে তখন বাস্তবায়ন হবেই। এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি।

পুঁজিবাজারে সঙ্কটের আরও একটি বড় কারণ মার্জিন ঋণ। টানা পতনে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ বাড়ছে। তাই মার্জিন ঋণের বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানের দক্ষতাও আরও বাড়ানো দরকার। সংশ্লিষ্টরা মনে করেন, সিদ্ধান্তের বাস্তবায়ন প্রয়োজন। এতে সঙ্কট কাটিয়ে পুঁজিবাজার দ্রুতই ঘুরে দাঁড়াবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply