শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা

|

শাহাবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আশপাশের এলাকায় পুলিশও অবস্থান নিয়েছে।

এদিকে কোটা বাতিলের প্রজ্ঞাপনের সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয় জমা দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিব এ কথা বলেন।

কোটা বাতিল করে প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণা দ্রুত প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে আজ সোমবার থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

সকাল ১০টা থেকে শুরু হয় এই কর্মসূচি। সকাল ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ মিছিল বের করে। কলাভবনের সামনে গিয়ে অবস্থান নেয় তারা। গেট বন্ধ করে চলে অবস্থান কর্মসূচি।

এরপর তারা আবারও মিছিল মিছিল নিয়ে টিএসসি হয়ে কাজর্ন হলে অবস্থান নেন।

ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পালিত হচ্ছে একই কর্মসূচি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। শহরের একটি রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেয়।

এছাড়া রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেটসহ বিভিন্ন জেলায়ও ক্লাস বর্জন করে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply