টেস্টে গত ২৫ বছরে দুইশ উইকেট নিয়েছেন ৭ অজি বোলার, বাংলাদেশ-পাকিস্তানের কেউ পারেনি

|

ছবি: সংগৃহীত

সবশেষ ২৫ বছরে টেস্ট ক্রিকেটে পেসারদের দাপটে এগিয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তাদের ৭ জন করে পেসার নিয়েছেন দুইশ উইকেট। এই সময়ে দুইশো উইকেট শিকার করেছেন তিন ভারতীয় পেসার। তবে পিছিয়ে পড়েছে পাকিস্তান। তাদের কোনো পেসারই দুইশ উইকেট শিকার করতে পারেননি দুই যুগে। এই মাইলফলক স্পর্শ করতে পারেননি বাংলাদেশের কোনো পেসারও।

গল টেস্টে শ্রীলঙ্কার দেয়া ৫০৮ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। প্রতিপক্ষর বড় সংগ্রহ গড়ে তোলার পেছনের কারণ, ধারে-ভারে পাকিস্তানের আগ্রাসী পেস বোলিং এখন শুধুই স্মৃতি। গেল ২৫ বছরে কোনো পাকিস্তানি পেসারের নেই ২০০ টেস্ট উইকেট শিকারের স্মৃতি। অথচ এই দেশটিই জন্ম দিয়েছে ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের মতো সর্বকালের সেরা সব পেসার।

গেল ২৫ বছরের পরিসংখ্যান বলছে, টেস্টে ২০০ উইকেট পাওয়া পেসারের সংখ্যা ২৯ জন। সবচেয়ে বেশি অস্টেলিয়ার, ৭ জন। সমান সংখ্যা দক্ষিণ আফ্রিকারও। ইংল্যান্ডের আছেন ৬ জন। নিউজিল্যান্ডের ৪ জন। ভারতের ৩ আর শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ১ জন করে।

পাকিস্তান যখন পিছিয়ে পড়েছে, তখন গেল এক যুগে পেস বোলিংয়ে অভাবনীয় উন্নতি করেছে ভারত। যার ফল টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাচ্ছে কপিল দেবের উত্তরসূরীরা। এখন দেশ আর দেশের বাইরে ছড়ি ঘোরাচ্ছেন মোহাম্মদ শামি-জাসপ্রিত বুমরাহরা। এর আগে দাঁপিয়ে বেড়িয়েছেন ৩শ উইকেট শিকারি জহির খান-ইশান্ত শর্মারা। বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে অবস্থান করছে ভারত।

অভিষেকের ২২ বছরেও সাদা পোশাকে খাবি খাচ্ছে বাংলাদেশ। দক্ষ পেসারের অভাব স্পষ্ট। সবশেষ টেস্ট স্পেশ্যালিস্ট পেসার শাহাদাত রাজিবের বিকল্প এখনও খুঁজে পায়নি টাইগাররা। টেস্ট সংস্কৃতির বড় এক অনুষঙ্গ ভালো মানের পেসার তৈরি করা। যেখানে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply