যা জানা গেলো পেরুতে পাওয়া ৩ হাজার বছরের পুরোনো কবরটি সম্পর্কে

|

পাকোপাম্পায় পাওয়া সমাধিক্ষেত্র। (ছবি: সংগৃহীত)

প্রায় ৩ হাজার বছরের পুরোনো একটি কবরের সন্ধান মিলেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। কবরটিতে মানুষের কঙ্কালের পাশাপাশি পাওয়া গেছে বিভিন্ন মূল্যবান ধাতব সামগ্রী, পাথর ও শামুক ঝিনুকের তৈরী বাদ্যযন্ত্র। এ কবরটিকে সাম্প্রতিককালে পেরুতে আবিষ্কৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে মনে করা হচ্ছে।

সোমবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে পেরু ও জাপানের আর্কিওলজিস্ট দলের আবিষ্কৃত ৩ হাজার বছরের পুরোনো ওই কবর সম্পর্কে জানান দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। জানা গেছে, পেরুর পাকোপাম্পা অঞ্চলে আবিষ্কার হয় ওই কবরটি। এ এক্সপিডিশনে অংশ নেন জাপান ও পেরুর প্রত্নতাত্ত্বিকদের একটি দল।

গবেষকরা জানিয়েছেন, ইকুয়েডরের একটি স্ট্রোম্বাস শামুক পাওয়া গেছে কবরটিতে; এতে করে বোঝা যায় কবরটি ছিল তৎকালীন সময়ের একজন গুরুত্বপূর্ণ ধর্মযাজকের। পাকোপাম্পায় পাওয়া কবরটি এ পর্যন্ত এই অঞ্চলে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বলেও জানিয়েছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply