লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সুজিত পাই, ম্যানেজিং ডিরেক্টরের উপদেষ্টা এরফান সিহাবুল মতিন এবং গ্যাস বিজনেস বিভাগের প্রধান চৌধুরী নুরুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কোম্পানিটির ন্যাশনাল ডিস্ট্রিবিউটরের করা মামলা আমলে নিয়ে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সমনটি জারি করেন।
মামলার বাদীর অভিযোগ, লিন্ডে বাংলাদেশ লিমিটেড নামক জার্মান কোম্পানিটি যেটি পূর্বে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি (বিওসি) নামে পরিচিত ছিল, তার ন্যাশনাল ডিস্ট্রিবিউটরকে উদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনিভাবে ২০২২ সালের জুন থেকে সব ধরনের ইন্ডাস্ট্রিয়াল এবং জীবনরক্ষাকারী মেডিকেল গ্যাস সরবরাহ বন্ধ করে দেন এবং টঙ্গী, ময়মনসিংহ, রংপুর, বগুড়া, রাজশাহী, খুলনা, যশাের এবং বরিশাল ডিপাের আওতাধীন এলাকায় কৃত্রিম গ্যাসের সংকট তৈরি করে।
বাদীর অভিযোগে বলা হয়েছে, এর ফলে সেই ডিপােগুলোর আওতাধীন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে জীবন রক্ষাকারী অক্সিজেন গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। পরবর্তীতে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চাপে পড়ে কিছু কিছু জায়গায় ঢাকা থেকে সরাসরি সরবরাহের চেষ্টা করে, যাহা লােক দেখানাে। আদতে কিছু প্রভাবশালী স্থানীয় ব্যবসায়ীদের অনৈতিক আর্থিক লাভের জন্যই এই কৃত্রিম সংকট তৈরি করেছে কোম্পানিটি।
উল্লেখ্য, লিন্ডে বাংলাদেশ লিমিটেড তার ন্যাশনাল ডিস্ট্রিবিউটরের মাধ্যমে ৯টি ডিপাের আওতাধীন এলাকায় যাবতীয় গ্যাস সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ। ডিস্ট্রিবিউটরের অভিযোগ চলতি ২০২২ সালের জুনের শেষের দিক হতে তাদের কোনাে প্রকার ইন্ডাস্ট্রিয়াল এবং জীবন রক্ষাকারী মেডিকেল গ্যাস সরবরাহ করে নাই কোম্পানিটি।
Leave a reply