আর্মেনিয়া ভূখণ্ডে অবৈধভাবে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে আজারবাইজান। অঞ্চলটিতে রাষ্ট্রীয় সফরে গতকাল রোববার (১৮ সেপ্টেম্বর) এ মন্তব্য করেন মার্কিন পার্লামেন্ট স্পিকার ন্যান্সি পেলোসি। খবর এপি’র।
এদিন আর্মেনিয়ার রাজধানীতে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সাথে জরুরি বৈঠক করেন তিনি। সাম্প্রতিক সংঘাতে দুই শতাধিক সেনাসদস্যের মৃত্যুই ছিল আলোচনার মূল প্রসঙ্গ।
এ সময় পাশিনিয়ান সরকারের কাছে আর্মেনিয়া সফরের উদ্দেশ্য স্পষ্ট করেন মার্কিন স্পিকার। মিত্র দেশের স্পষ্ট অবস্থানকে স্বাগত জানান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। একইসঙ্গে জানান, ১৩ সেপ্টেম্বর ছয়টি সেনাঘাঁটি লক্ষ্য করে মর্টার শেল ও মিসাইল ছোড়ে চিরবৈরী প্রতিবেশী। এরপরই ছড়ায় সীমান্ত সংঘাত। দুই দিনের লড়াইয়ে প্রাণ যায় শতাধিক আর্মেনীয় সেনার। বন্দি রয়েছেন আরও অনেকে। পাল্টা হামলায় ৪৯ আজেরীয় সেনাসদস্যের মৃত্যু হয়েছে।
ন্যান্সি পেলোসি বলেন, আর্মেনিয়ার ওপর অবৈধ এবং রক্তক্ষয়ী হামলা চালিয়েছে আজারবাইজান। কঠোরভাবে এ আগ্রাসনের নিন্দা জানাতেই সফর করছে মার্কিন প্রতিনিধি দল। কারণ, আঞ্চলিক অখণ্ডতার পাশাপাশি আর্মেনিয়ার সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অধিকার যুক্তরাষ্ট্রের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের কারণে আজ সেসব হুমকিতে। তাছাড়া ২০২০ সালে গৃহীত যুদ্ধবিরতিও চ্যালেঞ্জের মুখোমুখি।
/এমএন
Leave a reply