পূজার ছুটিতে বাড়তি পেঁয়াজ আমদানি করে ক্ষতির মুখে পড়েছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। ক্রেতা সংকটে বেচাকেনা করতে না পারায় এবং অতিমাত্রায় লোডশেডিংয়ের ফলে সংরক্ষণ করতে না পারায় গুদামেই পচে নষ্ট হচ্ছে আমদানি করা বিপুল পরিমাণ পেঁয়াজ।
১৮ থেকে ২০ টাকা কেজি দরের এসব পেঁয়াজ পঁচে যাওয়ায় ৪ থেকে ৫ টাকা কেজি দরে নামমাত্র মূল্যে বিক্রি করতে হচ্ছে ক্ষতিগ্রস্ত আমদানিকারকদের। কেউ আবার ৫০ কেজির এক বস্তা পঁচা পেঁয়াজ বিক্রি করছেন ১শ থেকে ২শ টাকায়। অনেক পেঁয়াজ নর্দমায় ফেলে দিতে হচ্ছে আমদানিকারকদের। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।
বন্দরের পেঁয়াজ আমদানিকারক ও হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানিয়েছেন, ক্রেতা সংকটে পেঁয়াজগুলো বিক্রি করা যাচ্ছে না। তাছাড়া বিদ্যুৎ বিভ্রাটের ফলে সংরক্ষণওকরা যাচ্ছে না। ফলে হিলি স্থলবন্দরে প্রায় এক থেকে দেড়শ মেট্রিক টন পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেছে। এতে আমদানিকারকদের কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
/এডব্লিউ
Leave a reply