রাশিয়া-ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সব উদ্যোগ নিতে রাজি চীন। সোমবার (১০ অক্টোবর), পুতিনের সেনাবহর রণক্ষেত্রে জোরালো অভিযান পরিচালনার পর এ প্রতিক্রিয়া জানালো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, প্রত্যেক দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক ঐক্যকে চীন সম্মান জানায়। সকলেরই শক্তভাবে মানা উচিত জাতিসংঘ নীতিমালা। নিরাপত্তা ইস্যুতে প্রত্যেক দেশের উদ্বেগ থাকাটা তাই বৈধ এবং যৌক্তিক। আমাদের প্রত্যাশা হলো, রাশিয়া ও ইউক্রেন পরামর্শ-সংলাপ ও শান্তি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে। এ ব্যাপারে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে বরাবরই রাজি চীন।
উল্লেখ্য, ক্রাইমিয়ার সেতুতে হামলা বদলে দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট। গেলো ছয় মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলে সীমিত হয়ে আসা যুদ্ধে এসেছে নতুন মোড়। কের্চ ব্রিজে হামলার জেরে কিয়েভে নতুন করে তীব্র হামলা শুরু করেছে মস্কো। এই সংঘাতের মধ্য দিয়ে যুদ্ধের পরিসর আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা। সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে যৌথ টাস্কফোর্স গঠনে বেলারুশের ঘোষণা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন: হামলায় ইরানের ড্রোন-মিসাইল ব্যবহার করেছে রাশিয়া: জেলেনস্কির অভিযোগ
/এম ই
Leave a reply