জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের অনুমোদন দেয়া হচ্ছে। যার আকার ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর আগে, বুধবার রাতে কণ্ঠভোটে পাস হয় অর্থবিল-২০১৮।
জাতীয় সংসদে এখন চলছে, বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষে মঞ্জুরী প্রস্তাব উত্থাপন। এসব প্রস্তাব নিয়ে ৪৪৮টি ছাটাই প্রস্তাব জমা পড়েছে। আলোচনায় অংশ নিয়েছে বিরোধী দলের সংসদ সদস্যরা। নতুন অর্থবছরের বাজেটে ব্যয় মেটাতে সরকারি অনুদানসহ আয়ের পরিমাণ ধরা হয়েছে তিন লাখ ৪৩ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের আয় ধরা হয়েছে ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা। মোট ঘাটতি ১ লাখ ২১ হাজার কোটি টাকা। অর্থবিলে ইন্টারনেট সেবার ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে নির্ধারণ হয়েছে ৫ শতাংশ। একই সঙ্গে কম্পিউটার ও এর যন্ত্রাংশের ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে। মোটর সাইকেলে ৭ শতাংশ এবং স্থানীয় মোবাইল সংযোজনেও প্রত্যাহার করা হয়েছে ১০ শতাংশ ভ্যাট।
যমুনা অনলাইন: এটি
Leave a reply