লালমনিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ, কীটনাশক দিয়েও মিলছে না সমাধান

|

লালমনিরহাটে চলতি মৌসুমে আমন ক্ষেতে পোকার আক্রমণ দেখা দেয়ায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। রোপণ করা ধানে পাতা মোড়ানো পোকা ও মাজরা পোকার উপদ্রব দেখা দিয়েছে। ওষুধ দিয়েও ধান ক্ষেত রক্ষা করতে পারছেন না চাষিরা। মিলছে না কৃষি বিভাগের সহযোগিতাও। এতে আমন ধান চাষে বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

বৃষ্টি কম হওয়ায় এবং জ্বালানিতেল ও সারের দাম বেশি হওয়ায় লালমনিরহাটে আমন আবাদের খরচ বেড়েছে চলতি বছর। চাষিরা কোনোরকমে প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠলেও বর্তমানে বিভিন্ন জাতের পোকা ও খোল পড়া রোগে ধান ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে।

আমন ধান রক্ষায় কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছেন, চাষীরা। কৃষি কর্মকর্তারা বলছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। লালমনিরহাটের কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিডি হামিদুর রহমান বলেন, যদি মাজরা পোকা থাকে তাহলে আমরা কৃষককে জমিতে কোনো গাছের ডাল পুঁতে দেয়ার জন্য বলছি। যাতে সেখানে পাখি বসে পোকাগুলোকে খেয়ে ধ্বংস করে দিতে পারে।

চলতি মৌসুমে লালমনিরহাট জেলায় সাড়ে ৮৬ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। তবে পোকার আক্রমণের কারণে ফসল নিয়ে দুশ্চিন্তায় চাষিরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply