ডেঙ্গুতে প্রাণ হারালো ৫ জন, দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু

|

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৮২ জন। যা দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০০০ সালের পর থেকে ডেঙ্গুতে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতি বছর বহু মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। করোনা মহামারিতে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম ছিল। এর কারণ হিসাবে মানুষের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির কথা বলে থাকেন বিশেষজ্ঞরা। কিন্তু গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়। করোনা মহামারি শুরুর আগে ২০১৯ সালে ১ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। ওই বছর সরকারি হিসাবে ডেঙ্গুতে মারা যান ১৭৯ জন। এত দিন এটাই ছিল এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন রোগী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তিকৃতদের মধ্যে ৪৫০ জন ঢাকার হাসপাতালে, আর ৩৭০ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। অধিদফতরের হিসাব অনুযায়ী বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন মোট ৩ হাজার ২২৩ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৪৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ২৭৬ জন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply