জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন। এ সপ্তাহের মধ্যেই সংক্ষিপ্ত তফসিল দেয়া হবে এই উপনির্বাচনের। সোমবার (৫ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
এই নির্বাচন কমিশনার বলেন, আগে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীরা এবার দায়িত্ব পাবে না। সাক্ষ্য-প্রমাণের অভাবে ভোটের অনিয়মে মূল হোতাদের চিহ্নিত করা যায় না বলেও জানান তিনি।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বির মৃত্যুতে শূন্য হয় গাইবান্ধা-৫ আসন। ইসি উপনির্বাচনের আয়োজন করলেও অনিয়মে বাতিল হয় ভোট। থমকে যায় জনপ্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া। তবে নিয়ম অনুযায়ী ১৭ জানুয়ারীর মধ্যে ভোটের বাধ্যবাধকতা রয়েছে ইসির। পরের উপনির্বাচনে পুরনো প্রার্থীরাই মধ্য জানুয়ারির ভোটে অংশ নেবেন বলে জানিয়েছেন রাশিদা সুলতানা।
গাইবান্ধায় ভোটের অনিয়মে জড়িত থাকায় ১৩৪ জনকে শাস্তির আওতায় এনেছে ইসি। তবে ধরাছোয়ার বাইরে থেকে গেছে সুবিধাভোগী মূল কারিগররা। ভোটের সংস্কৃতি পরিবর্তন না হলে ভালো নির্বাচন আয়োজন করা দুষ্কর বলেও মনে করছেন এ নির্বাচন কমিশনার।
/এমএন
Leave a reply