চলতি শীত মৌসুমে করোনার তিনটি ঢেউয়ের মুখোমুখি হতে পারে চীন, এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরই মধ্যে শুরু হয়েছে প্রথম ঢেউ। রাজধানী বেইজিং, সাংহাইসহ কয়েকটি শহরে আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে। খবর দ্য গার্ডিয়ানের।
রোববার (১৮ ডিসেম্বর) ২ হাজার ৯৭ জন কোভিড পজেটিভ শনাক্ত হয় দেশটিতে। সম্প্রতি বিক্ষোভ-সমালোচনার জেরে বেশিরভাগ কড়াকড়ি তুলে নেয়ার পর চীনে বাড়তে থাকে সংক্রমণ।
বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত দেশটিতে সংক্রমণের ঊর্ধ্বগতি থাকবে। চীনা নববর্ষ উপলক্ষে ভ্রমণকে কেন্দ্র করে জানুয়ারির শেষের দিকে তা আবারও বাড়বে। পরবর্তী ওয়েভ তৈরি হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝিতে। ওই সময় ছুটি কাটিয়ে ফিরবে চীনা নাগরিকরা।
চীনে দুই ডোজ টিকা নিয়েছে ৯০ শতাংশের বেশি মানুষ। ৮০ বছরের বেশি বয়সীদের অর্ধেকের কম তিন ডোজ নিয়েছেন।
এসজেড/
Leave a reply