নামিবিয়ায় গন্ডার শিকারের হার বেড়েছে ৯৩ শতাংশ

|

ছবি: সংগৃহীত

গন্ডারের অন্যতম মুক্ত বিচরণস্থল হিসেবে পরিচিত আফ্রিকার দেশ নামিবিয়া। তবে, গত কয়েক বছরে দেশটিতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে গন্ডার শিকার। সরকারী তথ্য অনুযায়ী, ২০২২ সালে গন্ডার শিকারের হার বেড়েছে ৯৩ শতাংশ। খবর আলজাজিরার।

সোমবার (৩০ জানুয়ারি) গন্ডার শিকার সংক্রান্ত তথ্য প্রকাশ করে নামিবিয়ার বন বিভাগ।

জানা গেছে, গত বছর নামিবিয়াজুড়ে হত্যা করা হয় ৮৭টি গন্ডার। যার মধ্যে ছিল ৬১টি কালো এবং ২৬ টি সাদা গন্ডার। যা ২০২১ সালের তুলনায় দ্বিগুণ।

দিন দিন গন্ডারের শিং, চুল ও নখের চাহিদা বেড়েই চলেছে বিভিন্ন চোরাই বাজারে। কারণ, এ উপাদানগুলো দিয়ে তৈরি হয় গয়নাসহ বিভিন্ন ওষুধ।

কর্তৃপক্ষ জানিয়েছে, গন্ডার শিকার করা হয় মূলত দেশটির বৃহত্তম জাতীয় উদ্যান ইটোশা ন্যাশনাল পার্ক থেকে। যা বন্যপ্রাণী চোরাচালান ও পোচিংয়ের কেন্দ্র হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, গন্ডারসহ অন্যান্য বন্যপ্রাণী শিকার ও চোরাচালান রুখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে নামিবিয়ার পরিবেশ, বন ও পর্যটন মন্ত্রণালয়। প্রাণীহত্যা বন্ধে চলছে শিকার বিরোধী কর্মসূচীও।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply