বইমেলায় জঙ্গি হামলার ধোয়া তুলেও পাঠকের আগ্রহ কমানো যায়নি। বরং, জঙ্গিদের চিঠির পর মেলায় জনসমাগম বেড়েছে। এমনটি বলেছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এফডিসিতে ‘বর্তমান প্রজন্ম ভাষা আন্দোলনের চেতনা লালন করছে’ শিরোনামে নৃ-গোষ্ঠীর বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইমদাদুল হক মিলন বলেন, কোনো বাঙালিকে ভাষার চেতনা থেকে দমিয়ে রাখা যাবে না। বইমেলায় প্রকাশিত সব বই মানসম্পন্ন নয় বলে স্বীকার করেন তিনি।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলা ভাষার পাশাপাশি আদিবাসী ভাষার প্রতিও যত্নবান হতে হবে। তিনি বলেন, ৫১-৫২ বছর পর কিন্তু আমাদের ভাবতে হবে যাদের বর্ণমালা নেই, তাদের বর্ণমালাগুলোকে আমরা কীভাবে রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে সহযোগিতা করে তাদেরকে নিজস্ব পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির মাধ্যমে জ্ঞান অর্জনে সহায়তা করতে পারি।
বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, ভাষার চেতনা থেকে কোনোভাবেই কোনো বাঙালিকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশকে এগিয়ে নেয়ার যে চেষ্টা, তা থেকে তরুণদের কোনোভাবেই হটিয়ে দেয়া সম্ভব নয়।
/এম ই
Leave a reply