দেশের প্রথম স্থল বন্দর হিসেবে বেনাপোলে চালু হয়েছে ই-গেট

|

দেশের প্রথম স্থল বন্দর হিসেবে বেনাপোলে চালু হয়েছে ই-গেট। শনিবার (৪ মার্চ) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর উদ্বোধন করেন। এ সময় ভবিষ্যতে ই-ভিসা চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

মূলত নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করা ও হয়রানি বন্ধেই চালু করা হয়েছে ই-গেট।

বাংলাদেশ ইন্ডিয়া চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, নতুন এই পদ্ধতিতে অনেক সুবিধা হবে।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ই-গেট সেবার বিস্তারিত তুলে ধরেন।

পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার বলেন, ই গেটের উদ্দেশ্য হচ্ছে ই পাসপোর্টের বিশ্বাসযোগ্যতা যাচাই করা। ই পাসপোর্ট ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্যের সত্যতা যাচাই করে। সামগ্রিকভাবে ইমিগ্রেশন পদ্ধতিকে ত্বরান্বিত করে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আধুনিক ও উন্নত বাংলাদেশের যাত্রায় ই-গেট অন্যতম মাইলফলক। সামনের দিনে ই-ভিসা চালুর কথাও জানান মন্ত্রী।

এর আগে, তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয় ই-গেট কার্যক্রম। আরও দশটি বন্দরে এটি চালুর প্রক্রিয়া চলমান আছে বলে জানানো হয় অনুষ্ঠানে।

পরে বেনাপোল শূন্যে রেখায় বিজিবি-বিএসএফ আয়োজিত রিট্রিট সিরোমনিতে অংশ নেন মন্ত্রী ও অতিথিরা। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় এই সিরোমনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply