বাস চাপায় নিহত সহপাঠীদের মৃত্যুর ঘটনার বিচারের দাবিসহ ৯ দফা দাবিতে রাজধানীতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ৯টার পর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী উপস্থিত আছেন। এদিকে যাত্রবাড়ির চিটাগাং রোড় ও উত্তরাতেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছ।
গত রোববার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর বাসের চাপায় শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এরপর শিক্ষার্থীরা ঘটনার বিচারের দাবিসহ ৯ দফা দাবিতে আন্দোলন শুরু করে। টানা আন্দোলনের আজ চতুর্থ দিন। গত তিনদিনই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন দেয়া হয়।
যমুনা অনলাইন: এফএম
Leave a reply