পার্লামেন্টে ভোট এড়াতে সংবিধানের আশ্রয় নিলো ম্যাকরন সরকার

|

ফ্রান্সের পার্লামেন্টে ভোটাভুটি ছাড়াই নির্বাহী ক্ষমতাবলে ‘অবসরের বয়সসীমা’ বৃদ্ধি করলো ইমান্যুয়েল ম্যাকরন সরকার। তাতে বিক্ষোভ-সহিংসতা ছড়ালো নতুন মাত্রায়। খবর রয়টার্সের।

গেলো দুই মাস ধরেই অনিশ্চয়তায় ‘পেনশন সংস্কার’ প্রস্তাবনা। গণআন্দোলন আর সংসদ সদস্যদের বিরোধিতার কারণে সেটি পাস করা যাচ্ছিল না। বৃহস্পতিবারও পার্লামেন্টে খসড়া বিলের ওপর ছিল ভোটাভুটি। এর আগেই, সংবিধানের ৪৯ নম্বর অনুচ্ছেদ অনুসারে ভোটগ্রহণ এড়িয়ে প্রস্তাবনা পাসের অনুমতি দেন ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ। তাতে সংসদ সদস্যরা অধিবেশনের মধ্যেই প্রকাশ করেন অসন্তোষ। এমনকি প্রেসিডেন্টকে হঠাতে তোলেন অভিশংসন প্রস্তাব।

এদিকে, রাজধানী প্যারিসে পুলিশের সাথে দফায়-দফায় সংঘাতে জড়ান বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কমপক্ষে ১২০ ক্ষুব্ধ ফরাসিকে আটক করেছে পুলিশ। অন্যান্য শহরগুলোতেও এ আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছেন সেখানকার জনগণ। অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাকরন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply