বিশ্বে প্রতি ছয় জনে একজন বন্ধ্যাত্বের শিকার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

বিশ্বে প্রতি ছয় জনে একজন বন্ধ্যাত্বের শিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এ তথ্য।

মঙ্গলবার (৪ এপ্রিল) প্রকাশিত ৯৮ পৃষ্ঠার এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিশ্বে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় সাড়ে ১৭ শতাংশ মানুষই ভোগেন বন্ধ্যাত্বে। এর প্রভাবে শারীরিক ও মানসিক আরও নানা ধরনের জটিলতাও দেখা দেয়।

রিপোর্ট বলছে, নিম্ন আয়ের দেশগুলোর মানুষ সবচেয়ে বেশি ভুগছেন এ সমস্যায়। তবে বন্ধ্যাত্বের কারণ নিয়ে বলা হয়নি প্রতিবেদনে। নারী-পুরুষ ভেদে সমস্যাটির হারও উল্লেখ করা হয়নি।

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস এক বিবৃতিতে জানান, ১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্ত যাচাই ও গবেষণার ভিত্তিতে তৈরি হয়েছে এ প্রতিবেদন। প্রজনন স্বাস্থ্য নীতিতে বন্ধ্যাত্বের চিকিৎসা অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply