রমজানে মুসলিমদের জন্য মার্কিন সুপারশপগুলোতে চলছে বিশেষ আয়োজন

|

যুক্তরাষ্ট্রের মতো অমুসলিম প্রধান দেশও ইসলামের বিশেষ দিনগুলোকে গুরুত্ব দিতে শুরু করেছে। দেশটির সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর কথা মাথায় রেখে রমজানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেজে উঠেছে নানান সাজে। বিক্রি করছে পবিত্র রমজান মাসের বিশেষ পণ্যও। দেশটির বিখ্যাত সব বিক্রয় কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে এ চিত্র। খবর দ্য গার্ডিয়ানের।

২০১৮ সাল থেকে, রমজান মাস এলেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পার্টি পণ্যের সবচেয়ে বড় খুচরা বিক্রয় কেন্দ্র ‘পার্টি সেন্টার’ এর ২৮০টি শাখাকে সাজানো হয় রঙিন সাজে। মুসলিম ক্রেতাদের আকৃষ্ট করতে এ সময় থাকে নানা প্রচেষ্টা। শুধু পার্টি সেন্টারই নয়, চলতি রমজানে যুক্তরাষ্ট্রের আরেক বৃহৎ রিটেইল শপ ‘টার্গেট’ এ-ও দেখা মিলবে একই দৃশ্যের। এছাড়াও, দেশটির ছোট-বড় জনপ্রিয় বহু প্রতিষ্ঠানেই এখন সংখ্যালঘু ক্রেতাদের কথা বিবেচনা করে রমজান ও ঈদসহ বিভিন্ন সময় দেখা যায় নানা সাজসজ্জা। অথচ কয়েক বছর আগেও, কেবল গুটিকয়েক মুসলিম মালিকানাধীন দোকানেই পাওয়া যেত এসব পণ্য।

মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার মুসলিম দেশগুলোর মতো এখন যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ইসলামের বিশেষ দিনগুলোকে গুরুত্ব দিতে শুরু করেছে। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন দেশটির মুসলিম বাসিন্দারাও।

আমেরিকান হিউম্যান রাইট কাউন্সিলের কর্মী ইমাদ হামাদ এ প্রসঙ্গে বলেন, রমজানে মুসলিম সমাজে বিশেষ সাজসজ্জা দেখা যায়। এখন, এটি যুক্তরাষ্ট্রে নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে বেশি দেখা যায়। এখানে সব এখন অনেকটাই ট্রেন্ড হয়ে গেছে। পার্টি সিটিতে বা অনলাইন শপগুলোতে কেনাকাটা করতে গিয়ে যখন দেখি যে আমাদের মুসলিমদের জন্যও বিভিন্ন পণ্য সরবরাহ করা হচ্ছে। তখনও মনে হয়, অসাধারণ একটি দেশে বাস করছি আমি।

যদিও, অনেক মার্কিনিই এসব উদ্যোগের সমালোচনাও করছেন। তাদের অভিযোগ, নিজেদের স্বার্থে ধর্মকে বাণিজ্যিকীকরণ করছে ব্যবসায়ীরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply