কার্যকর হয়নি চিনির দাম কমানোর ঘোষণা

|

চিনির বাজারে অস্থিরতা কমছে না। বাণিজ্য মন্ত্রণালয় ঘোষিত দামে চিনি পাচ্ছেন না ক্রেতারা। সেই সাথে দেখা দিয়েছে নতুন সঙ্কট। দাম কমানোর ঘোষণার পর বাজারে চিনির সরবরাহই কমিয়ে দেয়া হয়েছে। শনিবার (৮ এপ্রিল) থেকে খোলা চিনির দাম প্রতি কেজিতে ৩ টাকা কমিয়ে ১০৪ টাকা করার কথা জানানো হয়েছিল। আর প্যাকেট চিনির দাম প্রতি কেজি ১০৯ টাকা।

দাম বাড়ার ঘোষণা দ্রুত কার্যকর হলেও উল্টো ঘটনা ঘটেছে দাম কমানোর ঘোষণার ক্ষেত্রে। বিক্রেতারা জানিয়েছেন, নতুন দরের চিনি তাদের কাছে এখনও পৌঁছায়নি। ক্রেতারা বলছেন, দাম কমানোর ঘোষণা কার্যকরে বরাবরই গড়িমসি করেন ব্যবসায়ীরা। দোকানীরা বলছেন, নতুন দরের চিনি সরবরাহ হয়নি এখনও।

গত ২৬ জানুয়ারি রিফাইনার্স অ্যাসোসিয়েশন প্রতি কেজি চিনির দাম ৫ টাকা বাড়িয়ে খোলা চিনির দাম প্রতি কেজি ১০৭ টাকা করেছে। আর প্যাকেট জাত চিনির দাম প্রতি কেজি ১১২ টাকা নির্ধারণ করে। চিনি আমদানিতে যে শুল্ক প্রত্যাহার হয়, তারও কোনো সুফল মিলছে না। রোজার মাসে চিনির চাহিদা বেড়ে যাওয়ায় আড়াই থেকে তিন লাখ টন। ক্রেতাদের অভিযোগ, এই সুযোগে বাড়তি মুনাফা লুটে নেন অনেক ব্যবসায়ী।

আরও পড়ুন: রোজার মধ্যভাগে চাপ কমেছে মুদিপণ্যের দোকানে

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply