নাসিফ শুভ:
সংসদীয় কমিটিতে উত্থাপিত পদত্যাগের বিষয়ে বিচলিত নন বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। পাশাপাশি কাজী সালাহউদ্দীনের নেতৃত্বে সামনের দিনগুলোতে দেশের ফুটবলে আরও অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে, বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে ভুল বোঝাবুঝির কারণেই এ সঙ্কট তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতেই সংসদীয় কমিটিতে উত্থাপিত পদত্যাগের প্রস্তাবের বিষয়ে বিচলিত নন বলে জানিয়েছেন বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সেই সাথে কাজী সালাহউদ্দীনের নেতৃত্বে সামনের দিনগুলো দেশের ফুটবলে আরও অবদান রাখার কথা জানান তিনি।
এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, কাজী সালাউদ্দিনের নেতৃত্বে আমরা আরও অনেকদূর যেতে চাই। কাজ করতে গেলে ভুল হতেই পারে। কিন্তু আমরা কাজগুলো শেষ করতে চাই। আমাদের নারী দল যেভাবে একের পর এক সাফল্য আনছে আমরা এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।
এ সময় বিদেশে টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে ফিফা ও এএফসির বিভিন্ন নীতিমালার কথাও বলেন আবু নাঈম সোহাগ। নিজেদের সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে সমস্ত প্রতিবন্ধকতা জয়ের প্রত্যাশা বাফুফে সাধারণ সম্পাদকের। আবু নাঈম সোহাগ বলেন, আয়োজক দেশে যাওয়া আমাদের দায়িত্ব। যাতায়াতের খরচসহ স্পোর্টিং গিয়ারের সমস্ত বিষয় আমাদেরই দায়িত্ব।
নিজেদের বাস থাকা সত্ত্বেও আলাদাভাবে ট্রান্সপোর্টের বিল দেখানোয় সমালোচনার মুখে পড়েছে বাফুফে। তবে বাফুফে সাধারণ সম্পদক বলছেন, নন এসি বাসে ফুটবলারদের নিয়ে গেলে আরও বেশি সমালোচনার শিকার হতেন তারা।
খেলোয়াড়দের ট্রান্সপোর্ট বিল ইস্যুতে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, নন এসি বাসে নিয়ে গেলে আমরা তাৎক্ষণিকভাবে সংবাদের শিরোনাম হয়ে যেতাম। তখন আপনারাই লিখতেন যে, বাফুফে সাফজয়ী মেয়েদেরকে এই গরমের মধ্যে নন এসি বাসে নিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক ইস্যুতে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাঝে ভুল বুঝাবুঝির কথা জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। সরকারের সাথে বিভাজন নয়; বরং নিজেদের মধ্যে আলাপের মাধ্যমে সংকটের অবসান চান তিনি।
এ প্রসঙ্গে বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, মন্ত্রণালয়য়ের নামটা কী? ক্রীড়া মন্ত্রণালয়। মানে, ওরা ক্রীড়া নিয়েই আছে। কেউ একটা ভুল করলে তারা সেই ভুল সংশোধন করবে এটাই তাদের কাজ। সংশোধন করে তারা এটা রেক্টিফাই করবে নিশ্চয়ই ফেলে দেবে না, দূরে সরায়ে দিবে না, এটাই স্বাভাবিক।
বাফুফের জরুরি সভায় নারীদের তিনটি ফিফা উইন্ডোসহ ৫টি টুর্নামেন্টের কথা জানানো হয়েছে। যেখানে আড়াই থেকে তিন লাখ টাকার ঘাটতি আছে বলে জানান তারা। চূড়ান্ত অনুমোদনের পর বাজেট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হবে জানিয়েছে বাফুফে।
/এসএইচ
Leave a reply