নতুন রূপে সজ্জিত যশোরের ঐতিহাসিক কালেক্টরেট ভবন

|

যশোরের দড়াটানার ঐতিহাসিক কালেক্টরেট ভবনটি আলোর ঝলকানিতে যেন উদ্ভাসিত হয়ে উঠেছে। গত বছর পদ্মা সেতু উদ্বোধনের দিন আর্কিটেকচারাল লাইট জ্বলে উঠে ভবনজুড়ে। নজড়কাড়া এই স্থাপনাটি দেখতে প্রতিদিনই ভিড় জমান শত শত মানুষ।

১৮৮৫ সালে আড়াই লাখেরও বেশি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একতলা ভবনটি। ১৯৮২ সালে মূল কাঠামো ঠিক রেখে পরিণত করা হয় দোতলায়। রয়েছে শৈল্পিক কারুকার্য আর অপূর্ব স্থাপত্যশৈলি। স্থাপনাটি ৩৬০ দুয়ারী কালেক্টরেট ভবন নামেও খ্যাত। সন্ধ্যা হলেই চোখ ধাঁধানো আলোকসজ্জা ভবনটিকে করে তোলে আরও দৃষ্টিনন্দন। ভিড় জমান দর্শনার্থীরা।

পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ভবনজুড়ে এভাবে জ্বলছে আলো। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানালেন, এখানকার ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে ভবনটির সৌন্দর্যবর্ধন করা হয়েছে। তিনি বলেন, আর্কিটেকচারাল লাইট যুক্ত করার পর এই ভবনের নান্দনিকতা আরও বৃদ্ধি পেয়েছে।

প্রায় ৩ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে কালেক্টরেট ভবনটি। স্থানীয়রা জানান, আগে সন্ধ্যার পর এই ভবনের আশেপাশে আসাও ঝুঁকির কারণ ছিল। তবে আলোকসজ্জার পর এটি এখন সাধারণ মানুষের বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply