রাশিয়া-ইউক্রেন শস্যচুক্তির মেয়াদ আরও ২ মাস বেড়েছে

|

সংঘাতের মধ্যেই আবারও বাড়লো রাশিয়া-ইউক্রেন শস্যচুক্তির মেয়াদ। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় বুধবার এ ঘোষণা আসে। আগের চুক্তিটির মেয়াদ শেষের মাত্র একদিন আগে সমঝোতা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান, কৃষ্ণ সাগর দিয়ে শস্য সরবরাহে চুক্তির মেয়াদ নবায়ন হয়েছে দু’মাসের জন্য।

ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্য সংকটের মধ্যে গত জুলাইয়ে প্রথমবারের মতো রাশিয়া-ইউক্রেন শস্যচুক্তি হয়। এর মধ্যে বেশ কয়েকবার মেয়াদ বাড়ানো হয়। তবে রাশিয়ার কৃষিখাতের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা নিয়ে বারবার ক্ষোভ জানিয়েছে মস্কো।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বিভিন্ন শস্যের শীর্ষ উৎপাদনকারী ইউক্রেন। তবে কৃষ্ণ সাগর দিয়ে রফতানিতে বাধা দেয় রাশিয়া। চুক্তির আওতায় ৩০ মিলিয়ন টনের বেশি শস্য সরবরাহ করা হয়েছে কৃষ্ণ সাগর দিয়ে। মস্কোর দাবি, দরিদ্র দেশে আরও শস্য ও সার পাঠাতে চায় তারা। তবে নিষেধাজ্ঞার কারণে সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল রাশিয়া। পরে আবার চুক্তিতে ফেরে মস্কো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply